কুবি প্রতিনিধি।। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যায়নরত চাঁদপুর জেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ”চাঁদপুর জেলা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনস” এর নতুন কমিটি গঠিত হয়েছে। আজ বুধবার (২৭ নভেম্বর) সংগঠনের সাবেক সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক মাখদুম উল্লাহ এর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
সংগঠনটির নতুন কমিটির সভাপতি হিসেবে মনোনিত হয়েছেন পরিসংখ্যান নবম ব্যাচের শিক্ষার্থী তাসনিম রহমান আসিফ ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত হয়েছেন লোক প্রশাসন বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী মামুনুর রশিদ।
নতুন কমিটির সাধারন সম্পাদক মানুনুর রশিদ বলেন, সকলের সহযোগিতায় আমরা সংগঠনকে ভ্রাতৃত্বের বন্ধনে এগিয়ে নিতে চাই।চাঁদপুর থেকে আগত সকল শিক্ষার্থীকে যেকোন সমস্যায় আমাদের এই সংগঠন ইতিবাচক কাজ করে যাবে।আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করা হবে বলেও তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, আগামী ১ বছর তারা সংগঠনের দায়িত্বপালন করবে।