
আল আমিন,কুবি প্রতিনিধি।। কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল। নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ।
রোববার (১৩ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে ভোট গ্রহণ শুরু হবে। নির্বাচনে আওয়ামী পন্থী নীল দল থেকে শামীম-কামাল প্যানেল ও রবি-নাসির প্যানেল পৃথকভাবে পূর্ণ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে। বিএনপি পন্থী সাদা দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে আংশিক প্যানেল। নির্বাচনে সমিতির কার্যনির্বাহী পরিষদের ১৫ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩৩ জন পদপ্রার্থী।
নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচন উপলক্ষে আমরা স্বল্প সময়ের মাঝেই সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছি। আগামীকাল নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শুরু হবে।’
এদিকে নির্বাচনকে সামনে রেখে স্বশরীরে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর প্রস্তুতি চালাচ্ছেন দুই প্যানেলের প্রার্থীরা।
নির্বাচনী প্রচারণা সম্পর্কে শামীল-কামাল প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. কাজী মোঃ কামালউদ্দিন বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধিত্ব করতে আমাদের পুরো প্যানেল প্রস্তুত। আমাদের প্রচারণা চলছে। সবার কাছে দোয়া চাই।’
অন্যদিকে রবি-নাসির প্যানেল হতে সভাপতি পদপ্রার্থী এন. এম রবিউল আউয়াল চৌধুরী বলেন, ‘বরাবরের মতো এবারও কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ প্যানেল দিয়েছে। আমরা তার প্রতিনিধিত্ব করছি। আমাদের প্যানেলের পদপ্রার্থীরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সর্বদা সরব ছিল। আমরা সংখ্যার চাইতে মনোবলে বিশ্বাসী। ইতিবাচকতার বিজয় সুনিশ্চিত।’
নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রায়হান উদ্দিন ও নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল হক ।
এছাড়াও নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে থাকবেন কুবি ট্রেজারার অধ্যাপক ড. আসাদুজ্জামান।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম