প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ২:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০১৯, ১:৫২ অপরাহ্ণ
কুলাউড়ায় টিলাগাঁও রেলওয়ে স্টেশন পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

মৌলভীবাজার সংবাদদাতা।। মৌলভীবাজারের কুলাউড়ায় টিলাগাঁও রেলওয়ে স্টেশন পুনরায় চালুর দাবিতে ঐক্যবদ্ধ নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধনে তীব্র শীত উপেক্ষা করে উপস্থিত হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৯ ঘটিকায় ঐক্যবদ্ধ নাগরিক সমাজের আহ্বায়ক আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব সেলিম আহমদের পরিচালনায় স্টেশন প্রাঙ্গণে পূর্বঘোষিত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। স্টেশন পুনরায় চালুর দাবি জানিয়ে বক্তব্য রাখেন, টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মালিক,৫নং ওয়ার্ড মেম্বার দেওয়ান আলী,৬নং ওয়ার্ড মেম্বার সুলতান আহমদ, সমাজসেবক ডাঃ কেরামত আলী, কামাল হোসেন,মোজাম্মিল আলী, ঐক্যবদ্ধ নাগরিক সমাজের যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ,দৃপেন্দ পাল, মাস্টার ইয়াছিন আলী, সৈয়দ গোলাম রহমান আজমল, আব্দুল মোক্তাদির চৌধুরী,আল আমিন প্রমুখ।
টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মালিক জানান, ব্রিটিশ শাসনামলে চা বাগান ও এলাকার জনসাধারণের সুবিধার্থে এস্টেশন স্থাপন হলেও গত ৮-৯ বছর ধরে স্টেশন না থাকায় ভোগান্তিতে পড়েছেন ৪টি ইউনিয়ন ও ৩ টি চা বাগানের প্রায় ৫০ হাজার মানুষ । এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও রেল মন্ত্রণালয় বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে বলে জানান।
ঐক্যবদ্ধ নাগরিক সমাজের আহ্বায়ক আব্দুস সালাম চৌধুরী বলেন ,দীর্ঘদিন ধরে স্টেশন মাস্টার সহ প্রয়োজনীয় লোকবল না থাকায় মাদকসেবী, অসামাজিক কার্যকলাপ ও দখলদারিত্ব বেড়েই চলছে। তাছাড়া স্টেশন না থাকায় সিলেট, আখাউড়া, ঢাকা ও চট্টগ্রাম যাতায়াতে দিগুন ভাড়া গুনতে হচ্ছে। স্টেশনটি পুনরায় চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিনি জোর দাবি জানান।
আমাদেরবাংলাদেশ.কম/রিফাত
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম