প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৭:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৪, ২০২০, ৬:০৮ অপরাহ্ণ
কুলাউড়ায় বৈদ্যুতিক খুঁটির সাথে প্রাইভেট কারের ধাক্কা লেগে নিহত-২, আহত ১

মৌলভীবাজার সংবাদদাতা।। মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও ১ জন আহত হয়েছেন। সোমবার আনুমানিক রাত সাড়ে সাতটায় কুলাউড়ার আছুরীঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, সোমবার রাত সাড়ে সাতটায় জুড়ী থেকে কুলাউড়া ফেরার পথে পথিমধ্যে আছুরীঘাট এলাকায় ব্রীজের দক্ষিণপার্শ্বে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের ভূঁইগাও গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য নূর আহমদ চৌধুরী বুলবুলের স্ত্রী সোফানা আক্তার ডলি (৪৫), তাঁর ভাই গুলজার আহমদ চৌধুরীর স্ত্রী শিউলী আহমদ চৌধুরী (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তোফায়েল আহমদ চৌধুরী (৬০)। তিনি বর্তমানে কুলাউড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী খন্দকার সাদিকুর রহমান ও খন্দকার নবেল জানান, আমরা জুড়ী থেকে মোটরসাইকেল যোগে কুলাউড়া ফেরার পথে আছুরীঘাট এলাকায় দেখতে পাই একটি প্রাইভেট কার রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে কারটি ধুমড়েমুচড়ে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিক কুলাউড়া থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত শিউল আহমদ চৌধুরীর ছোটভাই সংবাদকর্মী শাওন আহমদ জানান, আমার তালতো ভাই তোফায়েল আহমদ চৌধুরীর শশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনাটি ঘটে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান বলেন, নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে কুলাউড়া থানায় মামলার প্রস্তুুতি চলছে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম