এ,আর পারভেজ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলায় ৭ম শ্রেণীর এক ছাত্রকে বলাৎকারে ব্যর্থ হয়ে তার বিরুদ্ধে টাকা ছিনতাই করার মিথ্যে অভিযোগ দেওয়া হয় । গত বৃহস্পতিবার দিবাগত রাতে পূর্বপরিচিত ১৪বছরের এক কিশোরকে বলাৎকারের চেষ্টা করে রাজীবপুর উপজেলার গ্রামীণ ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপক শহিদুল ইসলাম (৩৬), তার বাড়ি জামালপুর জেলার ইসলামপুরে । ঘটনাটি সূত্রপাত গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে । শহীদুল ইসলাম (৩৬) ৭ম শ্রেণীর ছাত্র রাব্বি (১৪) নামের একটি ছেলেকে কোচিং সেন্টার থেকে নিয়ে গিয়ে বলাৎকারের চেষ্টা করে ।
বিষয়টি কিশোর রাব্বি মেনে নিতে পারেনি, অভিভাবককে জানানো লজ্জাজনক ভেবে তার বন্ধুদেরকে অবগত করে । তারপর তার বন্ধুরা প্রথম দিকে বিশ্বাস করতে পারেনি পরবর্তী সময়ের জন্য অপেক্ষা করে । সন্ধ্যা ৭টা নাগাদ শহিদুল ইসলাম যখন রাব্বিকে ফোন করে গার্লস স্কুল মাঠে আসতে বলে তখন তারা বিষয়টি বুঝতে পারে, ঘটনাস্থলে নিয়ে গিয়ে কিশোরটির সাথে বলাৎকারের চেষ্টা করতেই তার বন্ধুরা তাকে হাতেনাতে ধরে ফেলে এবং মারধর করে।
পরবর্তী সময়ে শহিদুল ইসলাম থানায় ছিনতাইয়ের অভিযোগ করেন । রাজিবপুর থানা পুলিশ সকলকে ধরতে না পারলেও তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে । পরে তাদের অভিভাবকরা থানায় আসলে আসল ঘটনা জানাজানি হয় । শুক্রবার দুপুরে রাজিবপুর থানা পুলিশ মুচলেকা নিয়ে কিশোরদের তাদের পরিবারের হাতে তুলে দেয় । তিন কিশোরকে আটকের বিষয়ে জানতে চাইলে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, গ্রামীণ ব্যাংকের এক কর্মীকে মারপিট ও ছিনতাই এর অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছিল ।
পরে কোন লিখিত অভিযোগ না পাওয়ায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । কিশোরকে বলাৎকার করার চেষ্টায় ব্যর্থ হয়ে এবং নিজেকে রক্ষা করার জন্য টাকা ছিনতাইয়ের মিথ্যে অভিযোগ করার বিষয়ে জানতে গ্রামীণ ব্যাংক রাজিবপুর শাখার কেন্দ্র ব্যবস্থাপক শহিদুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু তাকে বাসা ও মুঠোফোনে পাওয়া যায় নি। গতকাল বুধবার রাত ৯টার দিকে আঞ্চলিক বিচার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হয় এবং সেখানে ৭ম শ্রেণীর ছাত্রকে বলাৎকারের বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে । বিষয়টি প্রমাণিত হওয়ায় শহিদুল ইসলাম কে দোষী সাব্যস্ত করা হয়, এমন অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য এলাকাবাসী তাকে তওবা পড়িয়ে এলাকা ছাড়ার আদেশ দেন ।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম