কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় মমতাজ আক্তার জেমি নামের ৮ম শ্রেণির এক ছাত্রীকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহরণ করা হয়। অপহরণের চারদিন পর পুলিশ তার হাত বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে। উপজেলার দুর্গম চরঘুঘুমারী চরের ব্রহ্মপুত্র নদের একটি কাশবন থেকে গত শনিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ওই স্কুলের পোশাক পরিহিত অবস্থায় তার লাশ উদ্ধার করে। এর আগে গত বুধবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহরণ করা হয় তাকে। তবে অপহরণের সঙ্গে কারা জড়িত তাৎক্ষনিক ভাবে তা জানা যায়নি।
নিহত স্কুল ছাত্রীর বাবার নাম শাহআলম মিয়া একজন দিনমজুর। মা নুরজাহান বেগম অনেক আগে মারা গেছে। চরঘুঘুমারী গ্রামে তাদের বাড়ি। মমতাজ আক্তার জেমি পাখি উড়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় চার কিলোমিটার। পায়ে হেঁটে স্কুলে যাতায়াত করত সে। স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, জেএসসি টেস্ট পরীক্ষা শেষে প্রতিদিনের মতো ওই দিন স্কুল থেকে বের হয়ে যায় সে। কিন্তু আর বাড়ি ফেরেনি মমতাজ। এ চারদিন বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করা হয়েছে কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়দের তথ্য মতে ওই স্কুল ছাত্রীকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে। এরপর লাশ ব্রহ্মপুত্র নদের চরের ওই কাশবনে গুম করা হয়। নদে মাছ ধরতে যাওয়া একদল জেলেরা সন্ধার দিকে ওই লাশের খোঁজ পান। পরে বিষয়টি জানাজানি হলে নিহতের পরিবার গিয়ে লাশ সনাক্ত করে এবং থানা পুলিশকে খবর দেয়া হয়। থানা থেকে ঘটনাস্থল প্রায় ১০/১২ কিলোমিটার। ফলে ঘটনাস্থলে পৌঁছতে পুলিশের সময় লাগে।
পাখি উড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান দুলাল ঘটনাস্থল থেকে জানান, মেয়েটির গায়ে স্কুল ড্রেস এবং তার দু’হাত বাধা। ধারনা করা হচ্ছে একাধিক ব্যক্তি তাকে ধর্ষণের পর হত্যা করে। লাশের পচা গন্ধ ছড়ছে। এতে বোঝা যায় যেদিন নিখোঁজ হয় ওই দিনই তাকে খুন করা হয়েছে।
নিহত স্কুল ছাত্রীর বাবা শাহআলম মিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি ভালোভাবে কথা বলতে পারেননি। কারা ঘটনার সঙ্গে জড়িত সেটাও বলতে পারেননি। তবে স্থানীয়দের মতে এলাকার বখাটেরা মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা করেছে। বখাটেপনার কারনেই এ ঘটনা ঘটছে-এমনটাও আলোচনা হচ্ছে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এখনই কিছু বলা যাচ্ছে না। তবে তদন্ত চলছে আশা করি খুব শীগ্রই আমরা অপরাধীকে সনাক্ত করে তাদেরকে আইনের আওতায় আনতে পারবো।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম