শেরপুর সংবাদদাতা।। মানবতার এক উজ্জল দৃষ্টন্ত স্থাপন করলেন শেরপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২য় বর্ষের ছাত্র আরিফুল ইসলাম। ১৩ জানুয়ারি বুধবার সকালে তিনি মোটরসাইকেলে শেরপুর শহরে আসার পথে খোয়ারপাড় হামিদা কাবাব ঘরের সামনে ১ লক্ষ ৬২ হাজার টাকার একটি বান্ডেল রাস্তার উপর পড়ে থাকতে দেখেন। মোটরসাইকেল থামিয়ে টাকার বান্ডেলটি উঠিয়ে নেন তিনি।
পরে তার চাচা শেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগি অধ্যাপক ড. আবদুল আলীম তালুকদারের কাছে ঘটনাটি জানালে তিনি মিডিয়া ব্যক্তিত্ব এডভোকেট রফিকুল ইসলাম আধার ও কবি তালাত মাহমুদের শরণাপন্ন হন।
অনেক খোঁজাখুঁজির পর ১৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে বটতলাস্থ শ্যামলবাংলা২৪ডটকম অফিসে টাকার প্রকৃত মালিক, সিঁিথ অটো পার্টসের স্বত্তাধিকারী ও নৌহাটা মহল্লার বাসিন্দা শিবু চন্দ্র দত্তকে ডেকে এনে ১ লক্ষ ৬২ হাজার টাকার বান্ডেলটি বুঝিয়ে দেওয়া হয়।
জানা যায়, মোঃ আরিফুল ইসলাম শেরপুর সদর উপজেলার গাজিরখামার ইউনিয়নের খরখরিয়া তালুকবাড়ির মোহাম্মদ আলী তালুকদারের পুত্র।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম