বান্দরবান প্রতিনিধি।। বান্দরবানে আজ কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার (১৬ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার লেমুঝিড়ি এলাকার ৭নং ওয়ার্ডের এক কৃষকের ৪০ শতাংশ জমির ধান কাটেন তারা।
সদর উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা লাকী বড়ুয়া এর নেতৃত্বে মোঃ আলী মুছার ধান ক্ষেতের ধানগুলো কাটা হয়। এসময় মোট ৭ জন আনসার সদস্য ধান কাটায় অংশগ্রহণ করেন।
তিনি আরোও বলেন বর্তমান মহাপরিচালক আনসার ও ভিডিপি কে মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে স্মার্ট বাংলাদেশ তৈরি করবে এরই ধারাবাহিকতায় অংশ।
সক্রিয়ভাবে দলনেতা আনোয়ার হোসেন আরিফ ও রিদোয়ান সহকারী কোম্পানি কমান্ডার,নুর হোসেন ভিডিপি সদস্য ও প্রমুখ ধান কাটায় অংশগ্রহণ করেন।
সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জানান,ধান পাকার শুরুতে বান্দরবানে দেখা দিয়েছে ধান কাটা শ্রমিকের সংকট। দৈনিক ৮শত টাকা মজুরি দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না।
জমির ধান পেকে আছে,অথচ কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছিলেন না বলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে জানান মোঃ আলী মুছা নামের এক কৃষক। তার নেতৃত্বে ৭ জন আনসার সদস্য মোঃ আলী মুছার ধানগুলো কেটে বাড়ী পৌছে দেন আনসার সদস্যরা।
কৃষক আলী মুছা বলেন,আমার পাকা ধান কাটতে শ্রমিকের মজুরি লাগতো। আনসার সদস্যরা আমার ধান কেটে দিয়েছে বিনামূল্যে। এতে আমার অনেক উপকার হয়েছে। আনসার অফিসে বিষয়টি আলোচনা করায় সকলের উদ্যোগে মানবিক সহায়তার আওতায় ধান গুলো কাটতে পারায় এতে আমি খুশি।
আমাদেরবাংলাদেশ ডটকম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম