আমাদেরবাংলাদেশ ডেস্ক।। শেষ পর্যন্ত পুলিশের কাঁদানে গ্যাসের শেলে আহত আলিগড় বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রের ডান হাত কেটে বাদই দিয়ে দিতে হলো। আইনজীবী ফওয়াজ শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানিয়েছেন, বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। কিন্তু গ্রেপ্তারের ভয়ে পরিচয় জানাতে চান না তারা।
গত রবিবার বিক্ষোভের সময় যে ২৬ জনকে গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন ৮ জন। তাদের মুক্তির দাবিতে সোমবার সন্ধ্যা পর্যন্ত কোতোয়ালির সামনে বিক্ষোভ করেন ৫ হাজার মানুষ। এ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আফিফুল্লা খান জানান, শিক্ষার্থীদের ছেড়ে দেওয়ার জন্য কর্তৃপক্ষ জেলা প্রশাসককেও অনুরোধ করেছিলেন। এরপর গভীর রাতে সেই ২৬ জনকে ছেড়ে দেওয়া হয়।
সোমবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয় হোস্টেল খালি করতে শুরু করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ জানিয়েছে, আবাসিক ১১ হাজার শিক্ষার্থীর মধ্যে ৯.৫ হাজার শিক্ষার্থী হোস্টেল ছেড়ে বাড়ি চলে গেছেন।