নিউজ ডেস্ক:
তাকে নিয়ে দফায় দফায় মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে। কিন্তু রাখে আল্লাহ মারে কে? অভিনেতা এটিএম শামসুজ্জামান এখন অনেকটা সুস্থ হয়ে উঠছেন। এরই মধ্যে দীর্ঘ ২৩ দিন ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) থাকার পর সোমবার তাকে কেবিনে নেওয়া হয়েছে।
নন্দিত এই অভিনেতা গুরুতর অসুস্থ হয়ে গত এপ্রিলে রাজধানীর আজগর আলী মেডিকেল হাসপাতালে ভর্তি হন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয় দীর্ঘদিন। এর মধ্যে বেশ কয়েক দফায় তাকে নিয়ে ছড়ানো হয় মৃত্যুর গুজব। তবে সব গুজব উড়িয়ে দিয়ে সবার দোয়ায় অবশেষে তিনি সুস্থ হয়ে উঠছেন।
এ বিষয়ে এটিএম শামসুজ্জামানের মেজ মেয়ে কোয়েল আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘বাবার শরীর এখন অনেকটাই ভালো। স্বাভাবিকভাবে সবার সঙ্গে কথা বলছেন। চিকিৎসক তাকে কেবিনে স্থানন্তর করেছেন। সবার কাছে দোয়া চাচ্ছি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে বাসা ফিরেতে পারেন।’
প্রসঙ্গত, সম্প্রতি তাকে দেখা গেছে হাস্যোজ্জ্বল মুখে, নায়িকা পপির সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় আনন্দমাখা সেই ছবিও প্রকাশ পেয়েছে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম