অনলাইন ডেস্কঃ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ব্যাটারির কেমিক্যাল রিঅ্যাকশনে দম বন্ধ হয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শনিবার (৩১ আগস্ট) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির এ তথ্য জানান।
তিনি বলেন, তিন শিশুর মৃত্যুর বিষয়ে আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারছি না। একটি ঘরে তিনটি শিশু ছিল, দরজা ভেতর থেকে বন্ধ ছিল। বাইরে থেকে কারো প্রবেশ করার সুযোগ ছিল না। জানালা অনেক উপরে, সেটাও অক্ষত আছে। তিনজনকে অচেতন অবস্থায় পাওয়া গেছে, হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
আমরা মনে করছি, সেখানে সাফোকেশন হতে পারে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন অ্যানালাইসিস টিম এবং ফরেনসিক টিম আজ আলামত সংগ্রহ করেছে। ওই ঘরের বাতাসও নেওয়া হয়েছে, বাতাসে কোন উপাদানের মাত্রা কত ছিল তা পরীক্ষা করে দেখা হবে। যদি ধারণা করা হয়, এটা সম্ভব। ওই কক্ষে যে ব্যাটারি ছিল সেগুলোর কেমিক্যাল রিঅ্যাকশন হতে পারে। হাইড্রোজেন সালফাইড বা অন্য কোনো কেমিক্যালের কারণে অক্সিজেনের স্বল্পতা হলে মৃত্যু হতে পারে। এটা আমাদের প্রাইমারি লেভেল কনসেপ্ট— বলেন জিহাদুল কবির।
তিনি আরও বলেন, সিআইডি’র টিম এসেছিলেন, তারাও আমাদের এমন ধারণা দিয়ে গেছেন যে, এ রকম হতে পারে। সিআইডি’র রিপোর্ট এবং পোস্টমর্টেম রিপোর্টের অপেক্ষায় আছি আমরা। সেগুলো এলে নিশ্চিত করে বলতে পারবো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার আইচ।
এর আগে গতকাল (শুক্রবার) বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পূর্ব কলাদি জামে মসজিদ লাগোয়া ইমামের বিশ্রামঘর থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
এরা হলো— আবদুল্লাহ (৬), রিফাত (১৫) ও ইব্রাহিম (৮)। এর মধ্যে আবদুল্লাহ ওই মসজিদের ইমাম জামাল উদ্দিনের ছেলে।
আবা/রিফাত
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম