শাহিন চৌধুরী: ঢাকা ২ কেরানীগঞ্জ মডেল থানার বিএনপির পার্টি অফিস শিরাকীটোলায় সাবেক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রাহমানের সহধর্মীনি তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সপ্তম দিনে কোর আন খতম ও বেগমার রুহের মাগফেরাত কামনা করে হাজী মোহাম্মদ শামিম আহমেদ ভারপ্রাপ্ত সভাপতি কেরানীগঞ্জ মডেল বিএনপির উদ্যোগে কোরআন খতম ও দোয়ার আয়োজন ল আয়োজন করা হয়।
উক্ত সপ্তম দিনে দোয়ায় অংশ গ্রহন করেন সভাপতি শামিম মোঃ মহাসিন মন্টু সভাপতি শাক্তা ইউনিয়ন বিএনপি,এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা, মোনাজাতে দোয়া ঈমামতি করেন, মাউলানা জয়নাল আবেদীন উলামা দল সদস্য সচিব কেরানীগঞ্জ মডেল। দোয়ার বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা করে জান্নাতের উচ্চ মকাম দান চেয়ে সকলে আহাজারি ও কান্নায় কম্পিত হয়ে পড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান কার্যালয় কেরানীগঞ্জ মডেল উপজেলার অফিস।