আমাদেরবাংলাদেশ ডেস্ক।। কেশবপুরসহ দেশবাসী-কে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন আইন-বিষয়ক সম্পাদক কেশবপুর উপজেলা আওয়ামী লীগ ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটি সাবেক সহ-সম্পাদক এডভোকেট হোসাইন মোহাম্মদ ইসলাম ।
আজ শনিবার (৯ জুলাই ) এক শুভেচ্ছা বার্তায় হোসাইন মোহাম্মদ ইসলাম বলেন,পবিত্র ঈদুল আযহা ত্যাগের দিন। আল্লাহু তালার আদেশ পালনের জন্য ধর্মপ্রাণ মুসলিমরা পশু কোরবানী করে থাকেন। এ ত্যাগের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে,গ্রামগঞ্জে, সারা- বাংলায়,সারা-বিশ্বে। শহরবাসী শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে,মিলিত হন আত্মীয়- স্বজনের সঙ্গে। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দ-কে ভাগাভাগি করে নেন।
এছাড়া পবিত্র ঈদুল আযহা ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। খুশির দিনে দেশ ও দেশের মানুষের ভাগ্য উন্নয়নে ইতিবাচক রাজনীতির পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহবান জানাচ্ছি।
এসময় তিনি আরোও বলেন আসুন পবিত্র ঈদুল আযহার সময় আমরা সিলেটের বন্যাকবলিত এলাকা মানুষের পাশে দাঁড়াই সেই সঙ্গে দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। ঈদুল আযহার শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়,সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব,সহানুভূতি,মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। জনপ্রিয় এই হোসাইন মোহাম্মদ ইসলাম,আরও বলেন,আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন,নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব।
ঈদুল আযহার দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। ঈদুল আযহার উপলক্ষে বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ,শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি। ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদুল আযহার অবিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক,গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ এ প্রত্যাশা করি। বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে- পবিত্র ঈদুল আযহায় এ প্রত্যাশা করি। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সবাই-কে সাথে নিয়ে ভালো ভাবে ঈদের আনন্দ উপভোগ করুন এই কামনা করি। আবারও দেশ বিদেশের সকল-কে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক,ঈদ মোবারক।
আমাদেরবাংলাদেশ.কম/ জাহাঙ্গীর আলম রাজু
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম