কেশবপুর (যশোর)।।যশোরের কেশবপুর মঙ্গলকোট ব্রিজ হতে গোলাঘাটা বাজার আকুঞ্জি পাড়া জামে মসজিদ পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার কাঁচা রাস্তাটি আজও পাকাকরণ হয়নি। ওই রাস্তাটি দ্রত পাকাকরণের দাবী এলাকাবাসী। এই রাস্তা দিয়ে প্রতিদিন ছাত্র-ছাত্রীসহ শত শত মানুষ কাঁদা ভেঙ্গে যাতায়াত করে থাকেন।
একটু বর্ষা হলে কর্দমাক্ত হয়ে যায়। ফলে ওই রাস্তায় ভ্যান, সাইকেল, মোটর সাইকেল চলাচল করতে পারেনা। জনগুর“ত্বপূর্ণ রাস্তাটি দিয়ে ৪/৫ গ্রামের লোকজন যাতায়াত করে থাকেন। রাস্তাটি পাকাকরণ করা হলে ছাত্র-ছাত্রী ও লোকজনের যাতায়াতে ভোগান্তি কমবে। অন্যদিকে মূমুর্ষ রোগী বহন করতে বেগ পেতে হবেনা। এলাকার কৃষকরা ধান, পাট, কাঁচা ফসল কম খরচে বাজারে নিয়ে যেতে পারবেন ।
সংশ্লিষ্ট ইউপি মেম্বার জহির রায়হান জানান, মঙ্গলকোট ইউনিয়নে একই গ্রামের মধ্যে মঙ্গলকোট বাজার ভায়া গোলাঘাটা ব্রিজ ৭.৬৩ কিঃমিঃ রাস্তাটি সবচেয়ে দীর্ঘতম। তার মধ্যে ২.৫ কিঃমিঃ কার্পেটিং, ১কিঃমিঃ ইটের হেয়ারিং, ০.৫ কিঃমিঃ ইটের সোলিং এবং বাকী প্রায় ৪ কিঃমিঃ কাঁচা রয়েছে। যুগ যুগ ধরে এলাকার জনগণ অত্যান্ত জনগুর“ত্বপূর্ণ এই রাস্তাটি পাকাকরণের জন্য দাবি জানিয়ে আসছেন।মঙ্গলকোট ইউনিয়ন কৃত্রিম প্রজনন টেকনিশিয়ান মফিজুর রহমান জানান, বর্ষা হলে ইউনিয়নের অধিকাংশ এলাকায় যেতে পারি, কিন্তু গোলদার পাড়া থেকে কাঁদার কারণে এই রাস্তায় ঢুকতে পারিনা।
বর্ষা মৌসূমে এলাকার ছাত্র-ছাত্রীদের গোলাঘাটা হাইস্কুল, গোলাঘাটা মাদ্রাসায়, মঙ্গলকোট প্রাইমারী ও হাইস্কুল, কেশবপুর কলেজে যেতে কষ্ঠ করতে হয়। মানুষ হাট-বাজারে যেতে পারেনা। কোন মুমূর্ষ রোগী কেশবপুর হাসপাতালে নেওয়ার উপায় থাকেনা। এলাকার লোক জনের বিপদ আপদ হলে বর্ষার সময় কোন এ্যাম্বুলেন্স যেতে পারবে না।
রাস্তাটি অত্যান্ত জনগুর“ত্বপূর্ণ। রাস্তাটি পাকাকরণের জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের নিকট দাবী রেখেছেন এলাকাবাসী। মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান সরদার জানান, অবহেলিত জনগুর“ত্বপূর্ণ রাস্তাটি পাকা করা অত্যান্ত প্রয়োজন।
রাস্তাটি সংসদ সদস্য শাহীন চাকলাদারের মাধ্যমে পাকা হবে বলে আশা করি। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মুনছুর আলী জানান, ওই রাস্তাটি পাকাকরণের একটি প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।