বিশেষ প্রতিনিধি।। যশোরের কেশবপুরে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা দলিত-এর উদ্যোগে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী দলিত ছাত্রছাত্রীদের বোর্ড ফি-এর জন্য আর্থিক সহায়তা প্রদান ও দিক নির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় দলিত এর স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডল-এর সভাপতিত্বে ও প্রোগ্রাম অর্গানাইজার চিন্তা অরদাশ-এর সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শ ও দিকনির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন,যাতে তারা মনোযোগী হয়ে পড়াশুনা করে এসএসসি পরীক্ষায় ভাল ফল করতে পারে। অনুষ্ঠান শেষে কেশবপুরের সুজাপুর ও বুড়ুলিয়া গ্রামের ১৫ জন এসএসসি পরীক্ষার্থীকে আর্থিক সহায়তা ও পরীক্ষার উপকরণ সমাগ্রী প্রদান করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলক কুমার শিকদার,কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস আর সাঈদ, দলিত এর প্রোগ্রাম অর্গানাইজার বিপ্লব দাসসহ প্রমূখ।
এবিডি.কম/শিরিন আলম