কেশবপুর (যশোর) প্রতিনিধি।। কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়নের প্রতাপপুর ও দেউলী দাসপাড়ায় বেসরকারী উন্নয়ন সংস্থা পরিত্রাণ এর উদ্যোগে করোনা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে প্রচারাভিযান ও ফ্রি নিবন্ধন ক্যাম্প দাতা সংস্থা ইউকেএইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সোমবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ আগষ্ট) বিকালে প্রতাপপুর মন্দির কমিটির সভাপতি নিত্যানন্দ দাসের সভাপতিত্বে প্রতাপপুর মন্দির প্রাঙ্গনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান হুমায়ুন কবির পলাশ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন কুমার দাস ও পরিত্রাণ প্রদীপ প্রকল্পের সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম। অনুষ্ঠানে শত-শত নারী পুরুষ নিবন্ধন করে এবং সঙ্গে সঙ্গে তাদের মধ্যে নিবন্ধন কার্ড বিতরণ করা হয়।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম