কেশবপুর(যশোর)সংবাদদাতা।। যশোরের কেশবপুরের পলীতে স্ত্রী সন্তান থাকা সত্তে¡ ও কলেজ পড়–য়া এক মেয়েকে উত্যক্ত ও কু-প্রস্তাবের বিষয়ে প্রতিবাদ করায় বাড়িতে গিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেশবপুর থানায় ৩ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার শিকারপুর উত্তরপাড়া গ্রামের আজিজুর রহমানের কলেজ পড়–য়া মেয়ে পপি খাতুনকে (১৮) একই গ্রামের আকাম সরদারের ছেলে মিজানুর রহমানের স্ত্রী সন্তান থাকা সত্তে¡ও রাস্তা ঘাটে উত্যক্ত এবং তাদের পুকুরে গোসল করতে গেলে কু-প্রস্তাব দেয়।
এ বিষয়ে প্রতিবাদ করায় মিজানুর রহমান গত ২ সেপ্টেম্বর দুপুর অনুমান ১টার দিকে আজিজুর রহমানের বসতবাড়ির উঠানে গিয়ে তার মেয়ে পপি খাতুনের গলা চেপে উঁচু করে ধরে এবং কুড়ালের আছাড় দিয়ে এলোপাতাড়ীভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে।
আজিজুর রহমানের স্ত্রী আলেয়া বেগম (৪০) ও প্রতিবেশী শাহাদাত সরদারের স্ত্রী পারুল বেগম (৩০) ঠেকাতে গেলে আকাম সরদারের ২ ছেলে মিজানুর রহমান ও সাইফুল ইসলাম এবং মৃত ইমান আলী সরদারের ছেলে আকাম সরদার তাদের চুলের মুঠি ধরে এলোপাতাড়ি কিল, ঘুষি মেরে ফুলা জখম করে। এ সময় মিজানুর রহমানের হাতে থাকা কুড়ালের আছাড় দিয়ে পারুল বেগমের মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে।
এ ঘটনায় আজিজুর রহমান বাদি হয়ে মিজানুর রহমান, সাইফুল ইসলাম ও আকাম সরদারের নাম উলেখ করে কেশবপুর থানায় অভিযোগ দায়ের করেছে।এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা তাপস রায় জানান ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে । এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম