ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর পৌরশহরের ০৮নং ওয়ার্ড বালিয়াডাঙ্গা গ্রামের মৃত কৃষ্ণপদ দত্তের ছেলে সুকদেব দত্তর ৮৫ বছর বয়সের বৃদ্ধা মা ও স্ত্রীকে শ্লীলতাহানিসহ হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা শিকার হয়েছে বলে কেশবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগসূত্রে জানাযায়, দুলাল অধিকারী ও দিলীপ অধিকারী গংদের সাথে বসতবাড়ির জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত ধরে বিরত চলে আসছে। পূর্ব শত্রুতা জের ধরে ২০/০৪/২০২৪ তারিখ শনিবার বিকাল ৪ ঘটিকার সময় সুকদেব দত্ত তার বসতবাড়ির রাস্তা সংলগ্ন বাঁশ দিয়ে তৈরি বেড়া নষ্ট হয়ে যাওয়ায় মেরামতের জন্য কাজ করছিল। দুলাল অধিকারী ও সুধা অধিকারী ওই কাজে বাধা সৃষ্টি করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তর্ক-বিতর্ক করে এক পর্যায়ে দুলাল অধিকারী গং বেড়া ভেঙে ফেলে দেয়, এ ঘটনার কারণ জানতে চাইলে তারা বাঁশের লাঠি, লোহার রড, শাবল, ইট পাটকেল সহ ইত্যাদি সরঞ্জাম দিয়ে তাদেরকে হত্যা করার চেষ্টা করে এবং সুকদেব দত্তের বৃদ্ধ মা ও স্ত্রীকে বিবস্ত্র করে এলোপাথাড়ি মারপিট করে এবং শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করে।
পরে এলাকার লোকজন তাদের কে দুলাল গংদের হাত থেকে বাঁচিয়ে প্রাথমিক চিকিৎসার জন্য কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। এ সময় সুকদেব দত্তের স্ত্রী রিনা দত্তর কানে থাকা কানের দুল ছিনিয়ে নেয়। এ ঘটনাই সুকদেব দত্ত নিরুপায় হয়ে তার পরিবার নিয়ে আইনের প্রতি শ্রদ্ধা রেখে বিবাদী দুলাল গংদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং প্রতিনিয়ত ঘটে আসা এমন জঘন্যতম ঘটনার হাত থেকে বাঁচতে প্রতিকার চান তারা। উক্ত ঘটনাটি কেশবপুর থানা পুলিশ তদন্ত করেছেন এবং উভয়পক্ষকে নিয়ে মিমাংশ করার প্রক্রিয়া চলছে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম