নিজস্ব সংবাদদাতা।। ভরবো মাছে মোদের দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ’এ প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পুকুর ও প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বাড়ানো ও মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও মৎস্য পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জুলাই) সকাল ১১টায় উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় পরিষদ চত্বরের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।
উক্ত অনুষ্ঠানে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো: আজিজুল ইসলাম (এমপি)।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মফিজুর রহমান সিনিয়র মৎস্য অফিসার সজীব সাহাসহ প্রমুখ।
এছাড়া প্রতি বছরের মতো এ বছরও সব অংশীজনকে সম্পৃক্ত করে কেশবপুর মৎস্য অফিসার ও উপজেলা প্রশাসনের সার্বিক সমন্বয় ও সহযোগিতায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপিত হচ্ছে। সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে সম্মেলন, মতবিনিময় সভা এবং মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচারণা,সংশ্লিষ্ট অংশীজনের অংশগ্রহণে উপজেলার মৎস্য সম্পদের স্থায়িত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ে মতবিনিময় সভা,ব্যানার ফেস্টুনসহ সড়ক শোভাযাত্রা, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা, উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয় নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় পুকুর জলাশয়ের পানি ভৌত রাসায়নিক গুণাগুণ পরীক্ষা ও পরামর্শ প্রদান, নিরাপদ প্রাণীর আমিষের প্রধান উৎস হিসেবে মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে তরুণদের ভাবনা শীর্ষক কর্মশালা,সেমিনার,মত বিনিময় সভা,মৎস্য বিষয়ে রচনা কুইজ প্রতিযোগিতা, সুফলভোগীদের প্রশিক্ষণ বিভিন্ন উপকরণ বিতরণ, স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষি ব্যক্তি উদ্যোক্তা প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান ও জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান।
এবিডি.কম/শিরিন আলম