ইমরান হোসেন নিজস্ব প্রতিবেদক।।‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ প্রতিপাদ্যে কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো জাতীয় স্থানীয় সরকার দিবস।
রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ প্রাঙ্গণে থেকে একটি বর্ণাঢ্য র্যালি কেশবপুর বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এম. এম. আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার শোভা রাণী রায়ের সঞ্চালনায়,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা প্রকৌশলী কর্মকর্তা সাইফুল ইসলাম মোল্লা।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,২নং সাগরদাঁড়ী ইউনিয়নের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত,৫নং ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস,কেশবপুর ৬নং সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা,৭নং পাঁজিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো: জসিম উদ্দিন, ৯নং গৌরীঘোনা ইউনিয়নের চেয়ারম্যান মো: হাবিবুর রহমান সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মো: হারুনার রশীদ বুলবুল। সাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরী,দপ্তর সম্পাদক আবু সালেহ মাসউদ হাসান,তথ্য ও প্রযুক্তি বিষয়ক ইমরান হোসেনসহ প্রমুখ।
আমাদেরবাংলাদেশ ডটকম/শিরিন আলম