ইমরান হোসেন,স্টাফ রিপোর্টার।। কেশবপুরে টানা কয়েকদিন তাপপ্রবাহের পর বুধবার (২০ সেপ্টেম্বর) কেশবপুরে বৃষ্টির দেখা মেলে। কোথাও গুঁড়ি গুঁড়ি, কোথাও হালকা বৃষ্টি হয়। তাতে গরম থেকে স্বস্তি মিলছিল না কেশবপুর উপজেলাবাসীর। তাপমাত্রা অনেকটা কমলেও বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে স্বস্তি ফেরেনি। মেঘলা আকাশ ও গুমোট আবহাওয়ায় ছিল ভ্যাপসা গরম।
গতকাল সন্ধ্যা থেকে হালকা বৃষ্টি ও রাত ৯টার পরে এক পশলা বৃষ্টি নামে। কিছুক্ষণ পর তা থেমেও যায়। সকাল ১০টা থেকে নামে ঝুম বৃষ্টি। কেশবপুরসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি নেমেছে। বেলা ৩টা ৪০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মুষলধারে বৃষ্টি চলছে। বিভিন্ন এলাকাই পাট চাষীরাও বৃষ্টিপেয়ে আনন্দিত, ঝুম বৃষ্টিতে তাপমাত্রা কমায় স্বস্তি নেমেছে কেশবপুরবাসীর জীবনে।
আমাদেরবাংলাদেশ ডটকম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম