নিজস্ব প্রতিবেদক।। কেশবপুর উপজেলা পরিষদের নির্বাচনে বিজয়ী নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মফিজুর রহমান মফিজ-কে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (৮ জুন) বিকালে আওয়ামী-লীগের দলীয় কার্যালয়ের প্রাঙ্গণে জমকালো আয়োজনে নাগরিক কমিটির উদ্যোগে সংবর্ধনা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেশবপুর উপজেলার ৯নং গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক শহিদুল ইসলাম মিলন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন,সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা,সহ- সভাপতি এইচ এমন আমির হোসেন,তপন কুমার ঘোষ (মন্টু),মোঃ রফিকুল ইসলাম পিটু,পৌর-মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ রফিকুল ইসলাম মোড়ল।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনপ্রতিনি, সাংবাদিক,সমাজকর্মী,রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ প্রমুখ।
এবিডি.কম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম