ইমরান হোসেন, নিজস্ব প্রতিবেদক: যশোরের কেশবপুরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে মোটরসাইকেল শোডাউন করায়, পৌর শহরের হাসপাতাল মোড়ে মঙ্গলবার সন্ধ্যায় নৌকা প্রতীকের দু’কর্মীকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন। ভ্রাম্যমাণ আদালতে ওই দুই জনকে ৬ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে সন্ধ্যায় পৌর শহরে মোটরসাইকেল শোডাউন করছিল নৌকা প্রতীকের কর্মী-সমর্থকেরা। মোটরসাইকেল শোডাউন করার সময় খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন হাসপাতাল মোড়ে নৌকা প্রতীকের সমর্থক কর্মীরা হলেন, উপজেলার মধ্যকুল গ্রামের রনি খান (২৮) ও একই গ্রামের মুন্না আজিজ (২৩) কে জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ এর ১৮ ধারা লঙ্ঘন হওয়ায় ভ্রাম্যমাণ আদালতে দু’জনকে ৩ হাজার টাকা করে জরিমানা করেন । বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের পেশকার জাহিদ হাসান শোভন।
উল্লেখ্য, যশোর-৬ (কেশবপুর) আসনে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।