ইমরান হোসাইন, নিজস্ব প্রতিবেদক: যশোরের কেশবপুরে উন্নত পদ্ধতিতে পাট ও পাটবীজ উৎপাদন কলাকৌশলের উপর পাট চাষীদের নিয়ে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রঞ্জু মিয়া প্রমুখ। পাট চাষীদের প্রশিক্ষণ প্রদান করেন যশোর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কান্তি বড়াল ও মনিরামপুরের পাট গবেষণা উপকেন্দ্রের কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম। প্রশিক্ষণে অংশ নেওয়া চাষীদের মাঝে অনুষ্ঠানের অতিথিবৃন্দ একটি করে পাটের তৈরি ব্যাগ তুলে দেন।