কেশবপুর(যশোর)সংবাদদাতা।।যশোরের কেশবপুরে পানিতে ডুবে এক শিশুর করুন মৃত্যু হয়েছে। জানাগেছে, গতকাল দুপুরে উপজেলার বিষ্টুপুর গ্রামের তরিকুল ইসলামের শিশু কণ্যা খাদিজা (১৩ মাস) তার মায়ের সাথে বাড়ির পাশের পুকুরে যায়। তার মা কাপড় ধৌত করছিল। কিছুক্ষন পর তার মা খাদিজাকে পুকুর পাড়ে দেখতে না পেয়ে চিৎকার করে। সাথে সাথে প্রতিবেশিরা পুকুরে ঝাপ দিয়ে তাকে খুজতে থাকে।
কিছুক্ষণ পর খাদিজার মরদেহ পানিতে ভেসে ওঠে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম