কেশবপুর(যশোর)সংবাদদাতা।।যশোরের কেশবপুরে পানিতে ডুবে এক শিশুর করুন মৃত্যু হয়েছে। জানাগেছে, গতকাল দুপুরে উপজেলার বিষ্টুপুর গ্রামের তরিকুল ইসলামের শিশু কণ্যা খাদিজা (১৩ মাস) তার মায়ের সাথে বাড়ির পাশের পুকুরে যায়। তার মা কাপড় ধৌত করছিল। কিছুক্ষন পর তার মা খাদিজাকে পুকুর পাড়ে দেখতে না পেয়ে চিৎকার করে। সাথে সাথে প্রতিবেশিরা পুকুরে ঝাপ দিয়ে তাকে খুজতে থাকে।
কিছুক্ষণ পর খাদিজার মরদেহ পানিতে ভেসে ওঠে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম