নিজস্ব সংবাদদাতা ।। যশোরের কেশবপুরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় উন্নয়ন কর্মকান্ডে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১১টার সময় উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার মো: তুহিন হোসেন সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিকের সঞ্চালনায় নাগরিক উদ্যোগ এর বাস্তবায়নে ক্রিশ্চিয়ান এইড,বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু),বস্ট ও ওয়েভ ফাউন্ডেশন এর সহযোতিায় অনুষ্ঠিত হয়েছে।
এসময় কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন বলেন,এদেশে নানা ধর্ম,বর্ণ ও পেশার মানুষ বসবাস করে তাদের সকলের অধিকার বাস্তবায়নে, আমার সকল দপ্তর থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিচ্ছি। ১৯৭২ এর ডিসেম্বর এ গৃহীত বাংলাদেশের সংবিধান এবং দেশের সকল নাগরীকের জন্য সমান অধিকার সুযোগের প্রতিশ্রুতি দিয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষ প্রতিনিয়তই আর্থ-সামাজিক-রাজনৈতিক -সাংস্কৃতিকভাবে বঞ্চিত ও বৈষম্যের শিকার এবং সামাজিক ভাবে স্বীকৃতি তথাকথিত কিছু পেশা গ্রহণে বাধ্য হয়।
এছাড়া তিনি আরও হিজরা ও ট্রান্সজেন্ডার জনগোষ্ঠী হাট বাজার থেকে তোলা উঠানো শিশু নাচানো ইত্যাদি কাজ করে কোনরকমে জীবিকা নির্বাহ করে। জন্ম, পেশ, অর্থনৈতিক,ও সামাজিকভাবে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীগুলো সরকারি বিভিন্ন সেবা প্রাপ্তি এবং উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণের ক্ষেত্রে বাধার সম্মুখীন হয়। এই বৈষম্য মূলক কাজ থেকে আমরা বিরত থাকবো এবং সকলের অধিকার বাস্তবায়নে কাজ করব।
উপজেলা ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক বলেন, খুলনা বিভাগীয় সহকারী সমন্বয়কারী নাগরিক উদ্যোগ একটি বেসরকারি মানবাধিকার সংস্থা,যা ১৯৯৫ সালে প্রতিষ্ঠা লাভ করে। নাগরিক উদ্যোগের লক্ষ্য হলো সুশাসন ও মানবাধিকার এর সুরক্ষা ও বিকাশে তৎপরতা চালানো এবং বিশেষ ভাবে স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা ও স্থানীয় সরকার-কে শক্তিশালী করা। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন (বিডিইআরএম) এপ্রিল,২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। জাতপাত পেশাগত বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন ও সচেতনতামূলক কার্যক্রম সহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এই বৈষম্য অবসানের লক্ষ্যে নীতিমালা গ্রহণ কার্যকর বাস্তবায়নে বিডিইআরএম কাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ আলমগীর হোসেন,উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদার কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মো: হারুনার রশিদ (বুলবুল) কেশবপুর উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ,নাগরিক উদ্যোগ এর জেলা কর্মকর্তা কার্ত্তিক দাস,ইউপি সদস্য শাহানাজ পারভীন,পিছিয়ে পড়া জনগোষ্ঠীর রনজিৎ দাস,পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে আকাশ দাশ,অরুন দাস,শ্যামল শঙ্কর দাসসহ প্রমুখ।
এবিডি.কম/শিরিন আলম