এম আবদুল করিম কেশবপুর থেকে: কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় কেশবপুর সরকারী পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে শনিবার বিকালে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ (অনুর্ধ-১৭) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
খেলায় বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ট্রাইব্রেকারে ৪-১ গোলে কেশবপুর সদর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নিধি স্পোটিং ক্লাবের চেয়ারম্যান জয় সাহা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলউিদ্দীন আলা, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন ও মজিদপুর ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির পলাশ প্রমুখ।