কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে বাল্য বিয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালত বরকে ২ বছরের কারাদণ্ড ও কনেকে ১ মাসের আটকাদেশ প্রদান করেছেন। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানাযায়,
উপজেলার সাবদিয়া গ্রামের ইদ্রিস মোড়লের ছেলে আছাদুলের (২৫) সঙ্গে এই গ্রামের মোসলেম হোসেনের মেয়ে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী বৃষ্টি খাতুনের (১৫) সাথে বিবাহ হয়।
খবর পেয়ে রবিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মিজানূর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বর আছাদুলকে ২ বছরের কারাদন্ড ও কনেকে ১ মাসের আটকাদেশ প্রদান করেছেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম