ইমরান হোসেন, নিজস্ব প্রতিবেদক: কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিশু একাডেমীর আয়োজনে মহান বিজয় দিবস দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর সকালে শিশুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেনের সভাপতিত্বে কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার শিকদার, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা হংসপতি বিশ্বাস, শিশু একাডেমির প্রশিক্ষক উজ্জ্বল ব্যানার্জি, অলোক বসু বাপি, লোকজ একাডেমীর পরিচালক সিরাজুল ইসলাম প্রমূখ।