নিজস্ব প্রতিবেদক।। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কেশবপুরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের পদ-প্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটি,সাবেক সহ-সম্পাদক ও কেশবপুর উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক, কেশবপুরের কৃতি সন্তান ব্যারিস্টার হোসাইন মোহাম্মদ ইসলাম বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার ১১ নং হাসানপুর ইউনিয়নের বুড়িহাটি গ্রামের সাবেক প্রধান শিক্ষক মসলেম উদ্দিন এর সহধর্মিণীর জানাজার নামাজ শেষে তিনি বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও পথ সভা করেন।
এ বিষয়ে ব্যারিস্টার হোসাইন মোহাম্মদ ইসলাম বলেন, নির্বিঘ্নে পূজা উদযাপনের লক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, নেতৃবৃন্দ,পুলিশ প্রশাসন,উপজেলা পূজা উদযাপন পরিষদ ও সামাজিক সম্প্রীতি কমিটির নেতৃবৃন্দের সাথে ধারাবাহিক ভাবে বিভিন্ন বাজারে পথ সভা ও পুজামন্ডপে শারদীয় শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।
এছাড়া তিনি আরও বলেন,হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি হিন্দু সম্প্রদায়ের লোকজনের কাছে এবং মন্দির কমিটির কাছে অনুরোধ করেন যাতে তাদের যে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন-কে অবহিত করা হয়। তিনি বলেন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। ধর্ম যার যার,উৎসব সবার। এই সার্বজনীন উৎসবকে কেন্দ্র করে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
আমাদেরবাংলাদেশ ডটকম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম