নিজস্ব সংবাদদাতা।। কেশবপুর উপজেলার ৯নং গৌরিঘোনা ইউনিয়নের দশ কাহুনিয়ায় মামলা তুলে না নেওয়ায় উজ্জ্বল দাস (৩৯) নামে এক যুবককে রডদিয়ে মারপিট করে গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত ওই যুবক-কে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে বিষয়-টি নিশ্চিত করেছেন কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল আলম। এসময় তিনি বলেন,উপজেলার ৯নং গৌরিঘোনা ইউনিয়নের দশ কাহুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। উক্ত বিষয়ে আহত উজ্জ্বল দাস বাদি হয়ে দুই জনের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
উক্ত বিষয়ে ভেচরী পুলিশ ফাঁড়ির এসআই শামীম এর কাছে জানতে চাইলে তিনি বলেন,এঘটনায় আহত উজ্জ্বল দাস বাদি হয়ে দুই জনের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীর হোসেন (২৫)কে আটক করা হয়েছে।
এছাড়া থানার লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার ৯নং গৌরিঘোনা ইউনিয়নের দশ কাহুনিয়া গ্রামের সুশীল দাস,তার স্ত্রী ও তার ছোট ছেলে সঞ্জয় দাস-কে গত ২/৩/২০১৯ তারিখে একই গ্রামের নজরুল শেখের ছেলে জাহাঙ্গীর হোসেন,আমির শেখের ছেলে সুজন হোসেন সহ তাদের সহযোগীরা মিলে সুশীল দাস,তার স্ত্রীসহ ছোট ছেলে সঞ্জয় দাস-কে মারপিট করে। উক্ত মারপিটের ঘটনায় সুশীল দাস বাদি হয়ে জাহাঙ্গীর হোসেন ও সুজন হোসেনের বিরুদ্ধে কেশবপুর থানায় গত ৪,তারিখ ৩/৩/২০১৯ তারিখে একটি মামলা দায়ের করেন।
মামলাটি বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। আসামী জাহাঙ্গীর হোসেন ও সুজন হোসেন বাদি সুশীল দাস-কে এ মামলা তুলে নিতে প্রায় সময় মারপিট হুমকি ও ভয়ভীতি দিয়ে আসছে। এরই জের ধরে গতকাল মঙ্গলবার ১৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সুশীল দাসের ছেলে উজ্জ্বল দাস বাড়িতে থেকে বাইসাইকেল চড়ে ভেরচী বাজারে যাওয়ার পথে আসামী জাহাঙ্গীর হোসেন ও সুজন হোসেন উজ্জ্বল দাসকে পথ গতিরোধ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।এসময় উজ্জ্বল দাস প্রতিবাদ করলে আসামীরা উজ্জ্বল দাস-কে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে তাকে মারপিট করে গুরুতর আহত করাসহ তার পরিহিত শার্টের বুক পকেটে রক্ষিত নগদ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
উক্ত বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল আলম এর কাছে জানতে চাইলে প্রতিদিনের কাগজ প্রতিবেদক-কে তিনি বলেন, অভিযোগ পেয়েছি, অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীর হোসেন নামের এক জন-কে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে আজ সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
এবিডি.কম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম