কেশবপুর (যশোর) প্রতিনিধি।। যশোরের কেশবপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সুফলাকাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এস এস সংঘের আয়োজনে রবিবার বিকালে ৪দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
সাবেক কৃতি ফুটবল খেলোয়ার মতিলাল কুন্ডুর সভাপতিত্বে ও হাফিজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে ৪দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন কেশবপুর নিধি স্পোটিং ক্লাবের উপদেষ্টা ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহŸায়ক হাবিবুর রহমান খান মুকুল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগনেতা আবুল হোসেন মোল্যা, গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শেখ ফারুক হোসেন, উত্তর আড়–য়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান শাহিন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জাকির হোসেন সবুজ, ভেরচী ওয়ার্ডের ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ, সুফলাকাটি ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর রহমান, সাবেক ইউপি সদস্য কামরুজ্জামান, সুফলাকাটি হাইস্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মশিয়ার রহমান প্রমুখ।
উদ্বোধনী খেলায় সানরাইজ ফুটবল একাদশ ৩-১ গোলে এল এম টেন ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে।
কেশবপুর পৌর ৪নং ওয়ার্ডে কাউন্সিলর
প্রার্থী সৈয়দ আকমল আলীর গণসংযোগ
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে।।
যশোরের কেশবপুর পৌরসভার ৪নং ওয়ার্ডে পৌর কাউন্সিলর পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশায় পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগনেতা সৈয়দ আকমল আলীর গণসংযোগ অব্যাহত রেখেছেন। রবিবার সন্ধ্যায় পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগনেতা সৈয়দ আকমল আলী আলতাপোল কাজী পাড়ায় গণসংযোগ করেন।
গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক সন্তু কাজী, মনু কাজী, আমজাদ কাজী, লাল্টু কাজী, শেখ রজব আলী, মফিজ বিশ্বাস, গফুর শেখ, হাফিজ কাজী, মীর হাসিবুল হক, উপজেলা ছাত্রলীগ নেতা শাহারিয়ার হাবিব, ইব্রাহীম, মোমিন প্রমুখ।
গণসংযোগকালে পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগনেতা সৈয়দ আকমল আলী পৌরসভার ৪নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড করতে উপস্থিত সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন।