ইমরান হোসেন, নিজস্ব প্রতিবেদক: কেশবপুরে মৌমাছির কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
যশোরের কেশবপুর উপজেলার ১০নং সাতবাড়িয়া ইউনিয়নের কোমরপোল গ্রামের জালাল উদ্দীন মোড়লের ছেলে আইয়ুব আলী মোড়ল (৩৫) নামে এক কৃষক মধু সংগ্রহের জন্য গাছে উঠলে মৌমাছি দলবদ্ধ হয়ে আক্রমণ করে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর সকালে আইয়ুব আলী তার বাড়ির পাশের বাগানে একটি গাছে মৌমাছির চাক থেকে মধু সংগ্রহের জন্য ওই গাছের ডালে উঠে মধুর চাকে আঘাত করলে এক সঙ্গে অনেক গুলো মৌমাছি দলবদ্ধ হয়ে তার শরীরে বিভিন্ন স্থানে কামড় দেয়। তাৎক্ষণিকভাবে গুরুতর আহত হয়ে পড়ে। এলাকাবাসী আহত আইয়ুব আলীকে উদ্ধার করে প্রথমে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।
তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধানী অবস্থায় তার মৃত্যু ঘটে।