নিজস্ব সংবাদদাতা ।। যশোর-৬ কেশবপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল ইসলাম-কে যুব সমাজের আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারী) বিকেলে কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর বাজার সংলগ্ন মাঠ প্রাঙ্গনে যুব সমাজের আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানিয়েছেন।
সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহবায়ক জি এম হোসেনের সভাপতিত্বে আয়োজিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল ইসলাম বলেন,পলি জমে যেসব এলাকায় খাল-বিলে জলাবদ্ধতা হয়ে রয়েছে তার তালিকা করতে নির্দেশনা দেয়া হয়েছে। আশা করছি অতি দ্রুত খাল খনন করে পানি নিষ্কাসনের ব্যবস্থা করে জলাবদ্ধতা দূর করা সম্ভব হবে। আমি স্বপ্ন দেখি কেশবপুর উপজেলার প্রত্যোকটি রাস্তাঘাট পাকা হবে। পাকা রাস্তাগুলো সোলার লাইট দ্বারা আলোকিত হবে। শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে কোনো শিক্ষার্থী ঝড়ে পড়বে না। তিনি আরও বলেন কেশবপুরের বিভিন্ন ইউনিয়ের রাস্তা-ঘাট পাকাকরনের পরিকল্পনা গ্রহন করা হয়েছে। আপনাদের সহযোগিতা পেলে কেশবপুরের ব্যাপক উন্নয়ন করা সম্ভব।
এছাড়াও একইদিনে সকালে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠান,দুপুরে কেশবপুর জুয়েলাস মালিক সমিতির আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠান ও সন্ধ্যায় উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের বরণডালী এসএসজি সেকেন্ডারি মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেশবপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন,সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যু্গ্ম আহ্বায়ক শামীম রেজা,যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মাহফুজ,ইউপি সদস্য হুমায়ুন কবির টিনু,যুবলীগ নেতা তরিকুল ইসলাম,টিপু সুলতান,আব্দুল হামিদ,তরিকুল ইসলাম গাজী,ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ,শ্রীকান্ত,তুষার হোসেনসহ প্রমুখ।
এবিডি.কম/রাজু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম