ইমরান হোসেন, নিজস্ব প্রতিবেদক: যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বর ( যুদ্ধ ভাসান পাদদেশ) এ ১৪ই ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে শহিদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তুহিন হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার শোভা রায় এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ তানভীর হোসেন, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান, কেশবপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আলম, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান। অনুষ্ঠানে কেশবপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত বীর মুক্তিযোদ্ধাগণ কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের টর্চার সেলে নির্যাতনের বিভীষিকাময় লোমহর্ষক বর্ণনা তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনৈতিকবিদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কোমলমতি শিক্ষার্থীরা। আলোচনা সভা শেষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও টর্চার সেলে নির্যাতিত ৫ জন বীরমুক্তিযোদ্ধা মোঃ মোসলেম উদ্দিন, আবু তালেব, আব্দুল মজিদ, কৃষ্ণ পদ দাস, শিবুপদ দাস, ও গৌর চন্দ্র বিশ্বাস এর হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম