কেশবপুর(যশোর)সংবাদদাতা।।সাবেক সফল শিক্ষা মন্ত্রী এ এস এইচ কে সাদেক এর ১৩ তম মৃত্যু বাষিকী পালন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে যশোরের কেশবপুর উপজেলা আ্ওয়ামী লীগ আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আ্ওয়ামী লীগ এর সভাপতি এস এম রুহুল আমীন। সাধারন সম্পাদক গাজী গোলাম মোস্তফা এর সালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ সভাপতি এইচ এম আমির হোসেন , তপন কুমার ঘোষ মন্টু, দপ্তর সম্পাদক মফিজুর রহমান, উপজেলা আ্ওয়ামী লীগ এর সভা নেত্রী রাবেয়া ইকবাল প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম