ইমরান হোসেন নিজস্ব প্রতিবেদক।। কেশবপুরে কোলাবরেশন ও নেটওয়ার্কিং বৃদ্ধির জন্য সিএসও প্রতিনিধিদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে পরিত্রাণের কার্যালয়ে সিডা’র অর্থায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
ওয়াই মুভস প্রকল্পের সিএসও নেটওয়ার্কের সভাপতি সুফিয়া পারভিন শিখার সভাপতিত্বে ও প্রজেক্ট অফিসার উজ্জ্বল কুমার দাসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আবু বক্কার সিদ্দিকী।
এছাড়া আরও বক্তব্য দেন অ্যাডভোকেট মিলন মিত্র, সমাধানের সিনিয়র ম্যানেজার মুনছুর আলী,দুস্থ নারী ও শিশু উন্নয়ন সংস্থার পরিচালক হারুনার রশীদ বুলবুল, বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদের সদস্য প্রভাষক কুন্তল বিশ্বাস,নারী নেত্রী সবুরুন্নেচ্ছা বেগম, সাবেক কাউন্সিলর মনিরা খানম,নিত্যানন্দ দাস, স্নেহলতা মল্লিকসহ প্রমুখ।
উক্ত সমন্বয় সভায় শিশু,যুব এবং কিশোর কিশোরীদের যৌন এবং প্রজনন স্বাস্থ্য অধিকার,তাদের প্রতি সকল ধরনের সহিংসতাকে না বলা এবং কিশোর-কিশোরী বান্ধব পরিবেশ তৈরিতে উপস্থিত সকলে একমত পোষণ করেন।
আমাদেরবাংলাদেশ ডটকম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম