নিজস্ব প্রতিবেদক।। যশোরের কেশবপুর পৌর শহরের সাহাপাড়া এলাকার নতুন মসজিদের পাশে ডোবা থেকে আজ ভোর রাত্রে ১৩ দিনের দুটি নবজাতক শিশুর লাশ উদ্ধারসহ জমজ দুই সন্তান-কে পানিতে ফেলে দিয়ে হত্যার অভিযোগে সুলতানা ইয়াসমিন-কে আটক করেছে কেশবপুর থানা পুলিশ।
বুধবার (২২ নভেম্বর) দুপুরে কেশবপুর থানার হল রুমে
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন
যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব বেলাল হোসাইন। এসময় তিনি বলেন ডোবার পানি থেকে জমজ শিশু দুটির মরদেহ উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতর অভিযোগে সুলতানা ইয়াসমিন-কে আটক করা হয়েছে। এবং প্রাথমিক তদন্তে সুলতানা ইয়াসমিন স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জের ধরে মানসিক ভাবে অবসাদগ্রস্ত হয়ে নিজ সন্তানদের ডোবার পানিতে ফেলে দিয়ে হত্যা করার কথা স্বীকার করেছেন।
এছাড়া উক্ত বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলমের কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদশ ডটকম-কে তিনি বলেন,২০২১ সালের ২৪ এপ্রিল সুলতানা ইয়াসমিনের সঙ্গে আবু বক্করের বিবাহ হয়। দু’জনই এরআগে বিবাহিত ছিলেন। সুলতানার প্রথম পক্ষের সংসারে অহনা ইয়াসমিন (১১) নামে একটি মেয়েও রয়েছে। আবু বক্কর সিদ্দিকের সঙ্গে বিয়ে হওয়ার পর সুলতানা বুঝতে পারে তার স্বামী অন্য নারীতে আসক্ত। এ কারণে তাদের মধ্যে সব সময় কলহ লেগে ছিল। সুলতানার স্বামী-কে ভালো পথে ফেরাতে বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নেন। গত ১০ নভেম্বর রাত্রে কেশবপুর শহরের মাতৃমঙ্গল ক্লিনিকে সিজারের মাধ্যমে সুলতানা ইয়াসমিনের জমজ দুই (০২) সন্তান হয়। এর মধ্যে একটি ছেলে ও একটি মেয়ে।
এছাড়া পারিবারিক কলহের কারণে সুলতানা ইয়াসমিন গতকাল মঙ্গলবার রাত্র ১:৩০ মিনিটের দিকে প্রথমে আরাফ নামে ছেলে সন্তান-কে বাড়ির সামনের একটি ডোবার পানিতে ফেলে দেয়। পরে ঘরে ফিরে তাসনীম নামে মেয়ে সন্তানকেও ওই রাত্রেই একই ডোবায় ফেলে দেয়। এরপর ঘরে ফিরে বাচ্চাদের পাওয়া যাচ্ছে না বলে মিথ্যা কাহিনী তৈরি করে পরিবারের সদস্যদের মাধ্যমে পুলিশ-কে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খোঁজাখুজির এক পর্যায়ে ওই ডোবা থেকে জমজ বাচ্চা দুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
এবিডি.কম/রাজু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম