কেশবপুর (যশোর)।। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জন-জীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন-আয়ের মানুষ-কে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়িয়েছেন কেশবপুরে বিবেকান্দ শিক্ষা ও সাংস্কৃতি পরিষদ কেশবপুর শাখার আয়োজনে এবং বিবেকানন্দ হিউম্যান সেন্টার ও শোভা ফাউন্ডেশন।
শুক্রবার (১২ জানুয়ারী) বিকালে লন্ডন এর সহযোগিতায় স্বামী বিবেকান্দের ১৬২ তম জন্মতিথি উৎসব উপলক্ষে রামকৃষ্ণ সেবাশ্রম মজিদপুরে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বিবেকান্দ শিক্ষা ও সাংস্কৃতি পরিষদ কেশবপুর শাখার সভাপতি অচিন্ত সেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কুমার জ্যোতি বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ সেবাশ্রম মজিদপুরের সভাপতি তপন কুমার ঘোষ মন্টু,সাধারণ সম্পাদক কালীপদ পাল।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে সভাপতি তপন কুমার ঘোষ মন্টু বলেন,আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন,তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ,সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি,পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। এসময় ৬০ জন শীতার্থের মাঝে শীতবস্ত্র (চাঁদার ও জ্যাকেট) বিতরণ করা হয়।
এছাড়া আরও উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ,দপ্তর সম্পাদক মেহেদী হাসান সুমন,কৃষ্ণপদ সেবাশ্রমের পুরোহিত ভাল্যুকঘর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব সেনগুপ্ত,পলাশ সিংহ,প্রভাষক কুন্তল বিশ্বাস রামকৃষ্ণ সেবাশ্রম,বিবেকান্দ শিক্ষা ও সাংস্কৃতি পরিষদ ও সারদা সংঘের নেতৃবৃন্দসহ প্রমুখ।
এবিডি.শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম