নিজস্ব প্রতিবেদক, যশোর:
কেশবপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।
এলাকাবাসী জানান উপজেলার বুড়–লিয়া গ্রামের মেহের আলী গাজীর ছেলে আব্দুর রহমান (১৯) চুকনগর ডিগ্রী কলেজের ১ম বর্ষের ছাত্র।
বৃহস্পতিবার সকালে আব্দুর রহমান ও শরিফুল ইসলাম (১৬) মটরসাইকেল যোগে কলেজে যাওয়ার পথে সন্যাসগাছা ব্রিজের মাথায় পৌছানো মাত্রই ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই আব্দুর রহমান নিহত হন এবং অপর আরোহী শরিফুল ইসলাম আহত হন। আব্দুর রহমানের মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া বিরাজ করছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম