কেশবপুর (যশোর):
চতুর্থ ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে কেশবপুরের নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেকের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে খুলনা বিভাগের খুলনা ও যশোর জেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তাদেরকে শপথ বাক্য পাঠ করান, খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। প্রধান অতিথি নব নির্বাচিতদের উদ্দেশ্যে বলেন, সরকারী কর্মকর্তাদের চাইতে নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব আরও বেশী। তাই তাদের সরকারের এবং রাজনৈতিক মেনোফেষ্ট অনুয়ায়ী প্রত্যেককে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে দেশ এগিয়ে নিতে হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিটি গ্রামকে শহরের সকল নাগরিক সুযোগ সুবিধা দিয়ে দেশ সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে তুলতে হবে। অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিথ ছিলেন। ওইদিন বিকেলে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কেশবপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক শিক্ষামন্ত্রী এ এস এইচকে সাদেকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। এরপর তিনি কেশবপুরের সংসদ সদস্য ইসমাত আরা সাদেককে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় অন্যান্যের মধ্যে কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ এবাদত সিদ্দিক বিপুল, কেশবপুরের সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ, গৌরিঘোনা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মিলন মিত্র, প্রজন্মলীগের নেতা আশরাফুজ্জামান, উপজেলা যুবলীগের আহবায়ক বিশ্বাস শহীদুজ্জামান শহীদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী আজহারুল ইসলাম মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।