নিজস্ব প্রতিবেদক: যশোর জেলার নবাগত মনিরামপুর (সার্কেল,এএসপি) কাজী দাউদ হোসেন,কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তদন্ত ইন্সপেক্টরসহ আইন শৃঙ্খলাসহ আগামী জাতীয় সংসদ নির্বাচন ও সার্বিক বিষয়ে পুলিশের সঙ্গে কেশবপুর নিউজ ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর ) সন্ধ্যায় কেশবপুর থানার হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলমের সভাপতিত্বে মত-বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসপি (সার্কেল) কাজী দাউদ হোসেন।
এ সময় নবাগত এএসপি (সার্কেল) কাজী দাউদ হোসেন বলেন,পুলিশ সাংবাদিক একে অপরের পরিপূরক। আমাদের কাজের অনেকাংশে মিল আছে। সমাজের অসংগতিগুলো দূর করতে আমরা উভয়েই কাজ করছি। আপনাদের সঙ্গে সু-সম্পর্ক রেখেই কাজ করা হবে। আমি চাই আপনারা আমার কাজে সহযোগীতা করেন। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক,সন্ত্রাস,ধর্ষণ, নারী নির্যাতন,বাল্যবিবাহ,চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। আইন শৃঙ্খলা নিশ্চিত করতে যেকোনো সময় পুলিশ তৎপর থাকবে।
উক্ত মতবিনিময় সভায় কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মোঃ আশরাফুজ্জামান বলেন,আইন শৃঙ্খলা পরিবেশ তৈরি করার জন্য মানবপাচার,সন্ত্রাস,জঙ্গিবাদ,জুয়া,ইভটিজিং, কিশোরগ্যাং,নারী নির্যাতন,মাদকসহ বিভিন্ন প্রকার অপরাধ নির্মূলে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে কেশবপুর নিউজ ক্লাব আপোষহীন ভাবে কাজ করে যাচ্ছে এবং আগামী দিনগুলোতেও কাজ করবে ।
এছাড়া কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশীদ বুলবুল বলেন সাংবাদিক হলো সমাজের দর্পণ যার মাধ্যমে দেশের অন্ধকার কে আলোকিত করার জন্য কেশবপুরের সন্ত্রাস,মাদক, দূর্নিতি,অনিয়মসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে সাহসী ভূমিকা রেখে সংবাদ পরিবেশনের কাজ করছে। এসময় তিনি আরও বলেন সকল প্রকার উন্নয়নের সহযোগী হিসেবে তথ্য পরিবেশন করছে।
উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কেশবপুর নিউজ ক্লাবের সাংবাদিক বৃন্দ খায়রুল আনাম,সেলিম রেজা,প্রদীপ কুমার মোদক,রাজীব চৌধুরী,আবু সালেহ মাসুদ হাসান,ইউছুফ আলী,মোস্তাফিজুর রহমান মিন্টু,আবুল কালাম আজাদ,গোলাম ফারুক বাবু,আজহারুল ইসলাম,মনোতোষ দাস,ইমরান হোসাইন,আব্দুর রহমান রকি,আজিজুর রহমান,অনিমেষ সাহা,সহিদুজ্জামান,রফিকুল ইসলাম উজ্জ্বলসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকরা কেশবপুরের সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নে ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরো জোরদার করার দাবি জানান।
এবিডি.কম/রাজু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম