ইমরান হোসেন, নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার দুপুর ১২টায় যশোর-৬ (কেশবপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এইচ এম আমির হোসেন কেশবপুর নিউজ ক্লাবের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়ে স্বতন্ত্র প্রার্থী এইচ এম আমির হোসেন কেশবপুর নিউজ ক্লাবের সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন সাথে তিনি তার কাঁচি প্রতীকে ভোট প্রদানের আহবান জানান।
এইচ এম আমির হোসেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। এ ছাড়া তিনি উপজেলা পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান ছিলেন।
তিনি বলেন, কেশবপুরের সামগ্রিক উন্নয়নেও আমার পরিকল্পনা আছে । নির্বাচনকে সামনে রেখে তার কর্মীদের বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে।
কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এইচ এম আমির হোসেন আরও বলেন, কেশবপুরে এতো বেশি অপরিচিত মুখের (ব্যক্তিদের) বিভিন্ন বাসাবাড়িতে রাত্রিকালীন যাপন সাধারণ ভোটারদের ভীত করছে। সে ক্ষেত্রে আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি যে কেশবপুরের অতিশয় শান্তিপ্রিয় এবং নিরীহ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে তার জন্য তিনি সাংবাদিক ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
মতবিনিময়কালে স্বতন্ত্র প্রার্থী এইচএম আমির হোসেন এর সাথে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও ২ নং সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন , মোঃ কফিন উদ্দীন।