নিজস্ব প্রতিবেদক ।। কেশবপুর নিউজ ক্লাবের আয়োজনে ক্লাবের সকল সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ই জুলাই) বিকালে কেশবপুর নিউজ ক্লাবের কার্যালয়ে সভাপতি মোঃ আশরাফুজ্জামান ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরদার এর সহযোগীতায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মত বিনিময় সভায় কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মোঃ আশরাফুজ্জামান সাংগঠনিক কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করে ক্লাবের সকল সাংবাদিকদের-কে বলেন আমাদের প্রতিদিনের তাজা খবর বস্তুুনিষ্ঠ ভাবে সবার সামনে তুলে ধরতে হবে।
এসময় তিনি আরোও বলেন,সাংবাদিকরা দেশ ও জাতির দর্শন। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের সোচ্চার হতে হবে। সমাজের অসঙ্গতি,সমস্যা,সম্ভাবনা,সাফল্য ও উন্নয়নের সঠিক ও বাস্তব চিত্র তুলে ধরতে হবে। এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষে সরকারের নির্দেশনা অনুযায়ী জনগনের পাশে থেকে সহায়ক ভূমিকা পালন এবং আগামী দিনগুলোতে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডগুলো তুলে ধরার পাশাপাশি সমাজের অসংঙ্গতি গুলোকে বস্তুনিষ্ট সংবাদে পরিণত করতে ক্লাবের সকলের সহযোগীতা কামনাও করেন,এছাড়াও নিউজ ক্লাবের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনাও করেন তিনি।
উক্ত সভায় উপস্থিত ছিলেন,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশীদ বুলবুল,সহ-সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী,মোঃ রফিকুল ইসলাম বিপ্লব,দপ্তর সম্পাদক মোঃ আবু বক্কার সিদ্দিক, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মোঃ সেলিম রেজা, সহ-তথ্য ও যোগাযোগ সম্পাদক আবু সালেহ মাসউদ হাসান,সদস্য মোঃ শফিকুল ইসলাম অপু মোঃ রবিউল ইসলাম,হরি গোপাল বসু,অনিমেষ সাহা,মোঃ শাহাজাহান,মোঃ আব্দুর রহমান রকিসহ প্রমুখ।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম