আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বলেছে ব্যস্ত আমি: লেখক শফিউল আলম
কে বলেছে ব্যস্ত আমি?
মিথ্যে অভিযোগ ভাই
এই দেখো না কবিতা লিখি
কত সময় পাই।
সময় মতো অফিস করি
পালন করি আদেশ যথাযথ
বাসায় ফিরে সময় দেই
ফ্যামিলির চাহিদা মতো।
সবারই ফোন ধরি আমি
কাস্টমার কেয়ারের মতো
তারপরও কেন অভিযোগ কর
ব্যস্ততা দেখাই নাতো।
এসো, এসো কাছে এসো
ইচ্ছে হলে নিমন্ত্রণ দিও ভাই
আমি অধম সময় করে
চলে যাব করে সাঁই সাঁই।
এবার সব অভিযোগ রেখে তুমি
কবিতা পড় মনে মনে
আর কোন দিনও অভিমান কোরনা
এখন থেকে তুমি আমার সনে।
১৮ সেপ্টেম্বর, ২০২১ নিউটাউন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম