ষ্টাফ রিপোর্টার: চট্টগ্রামের চকবাজার এলাকার একটি কোচিং সেন্টার থেকে নিখোঁজ হওয়া তাহমিনা আক্তার নিশুকে রাজধানী ঢাকা উদ্ধার করা হয়েছে। এ সময় তার কথিত প্রেমিককে আটক করে পুলিশ।
বুধবার (১০ জুলাই) ভোরে চট্টগ্রামের চকবাজার থানা পুলিশ তাদের আটক করে।
সোমবার (৮ জুলাই) নিশু মায়ের সাথে প্রতিদিনের মতো নগরের চকবাজারের একটি মেডিকেল ভর্তি কোচিংয়ে যান। এ সময় তার মা অভিভাবকদের অপেক্ষমাণ কক্ষে থাকলেও নিশু কোচিং থেকে নিখোঁজ হন। পরে আত্মীয়-স্বজনদের বাসায় খোঁজ-খবর নিয়ে কোথাও না পেয়ে রাতেই তার বাবা তোফায়েল আহমেদ চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ জানায় ,প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার শিশুটি ও তার প্রেমিকের অবস্থান নিশ্চিত করা হয়। এরপর ভোরবেলা রাজধানী কেরানীগঞ্জ ও যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে নিশু ও তার প্রেমিককে উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়,সিসিটিভি ক্যামেরা ফুটেজের মধ্যমে নিশ্চিত হয় যে নিশু তার মাকে রেখেই কোচিং থেকে বের হয়ে যায় এবং সে রাতেই অপরিচিত নাম্বার থেকে মুক্তিপণের দাবি করা হয়।
এ ব্যাপারে পুলিশ বলছে, পালিয়ে যাওয়ার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে বা টাকা আদায়ের কৌশল হিসেবে তারা অপরিচিত মোবাইল নম্বর থেকে এ নাটক করেছে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম