সাভার থেকে মোঃ আরিফ মন্ডল: কোন গুজবে বিভ্রান্ত হবেন না এবং আইন নিজের হাতে তুলে নিবেন না এ স্লোগানকে সামনে রেখে সাভার মডেল থানা পুলিশের এক আয়োজনে বিভিন্ন রাস্তা ঘাটে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় করেছে। পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে এমন গুজব ছড়িয়ে দেশের মানুষদের বিভ্রান্ত করছে। এটা সম্পুর্ণ মিথা ও গুজব।
এ উপলক্ষে বুধবার দিনব্যাপি সাভারে বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসায় গিয়ে এ মত বিনিময় করা হয়েছে।এসময় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, গুজবে কোন বিভ্রান্ত হয়ে ছেলে ধরা বা গলাকাটা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না। কাউকে সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিবেন। আসুন আমরা সকলে সচেতন হই, গুজব ছড়ানো এবং গুজবে কান দেওয়া থেকে বিরত থাকি। ছেলে ধরা বিষয়টি সম্পুর্ণ গুজব।
এবং গুজব রটনাকারিদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ গুয়েন্দা দল অনুসন্ধান তৎপরতা শুরু করেছে। কাউকে সন্দেহ হলে জরুরী সেবা ৯৯৯ এ ফোন করবেন। এছাড়া, সাভার মডেল থানা পুলিশ বিভিন্ন ইউনিয়নে গিয়ে উঠান বৈঠক ও মাইকিং করে জনগণকে সচেতন করছেন এ ছাড়া সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদের সঙ্গে যোগাযোগ ফোন নাম্বার ০১৭১৩৩৭৩৩২৭।