কবিতা:
কোন ভাবে শেষ হবে এই সমাহার
এই মায়া, এই হাসি
কোন খানে থেমে যাবে আলো
থেমে যাবে গান, জীবন আর প্রান।
কোন ভাবে এই সমাধি
কবে কোন প্রশান্তিতে
প্রশস্ত এই তুমি
এক নিঃশব্দ নিরবতায়
ভুলে যাবে
মরে যাবে তিথি....
কোন পথে শেষ হবে
এই আরতি....
শেষ হবে পথ
শেষ হবে মত
কোন ভাবে শেষে হবে
বেশ হবে এই চলাচল...
কে বলো কার সাথে
একা যাবে, একা রবে
মাটি হবে ঘর।
কোন ভাবে শেষ হবে
কোন পথে শেষ হবে
এ জীবন বল !!
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম