আর্ন্তজাতিক ডেস্ক।। তিউনিসিয়ায় করোনা নিয়ে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের আদলে ব্যাঙ্গাত্মক একটি পোস্ট শেয়ার দেওয়ায় এমনা চারকিউ নামের এক ব্লগারের ছয় মাসের কারদণ্ড দেয়া হয়েছে । মঙ্গলবার তিউনিসিয়ার আদালতে এই রায় দেয়া হয়।
যদিও এখনো এমনা চারকিউকে কারাগারে নেয়া হয়নি। জানা গেছে, এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফেসবুকে মে মাসে পোস্টটি শেয়ার দেন এমনা চারকিউ। যেখানে তিনি স্বাস্থ্যবিধি মানা নিয়ে বলেন। তবে সেখানে কোরআনের আয়াতের আদলে ব্যাঙ্গ করা হয় । তিউনিসিয়ার আদালতে তিনি ‘ধর্মীয় ঘৃণা ছড়ানোর’ অপরাধে দোষী প্রমাণিত হন ।
এদিকে সম্প্রতি দেওয়া এক সাক্ষাতকারে তিউনিশিয়ার ব্লগার এমনা চারকিউ দাবি করেছেন, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার ইচ্ছা তার ছিল না।